1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

সাভার সদর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

  • আপডেট সময় : রবিবার, ২৯ মে, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভার উপজেলার সদর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক ২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে শনিবার বিকেলে সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাপাইন নিউ মডেল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন হয়। সাভার সদর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক শরীফ ইসলামের সঞ্চালনায় এবং আহবায়ক সুজন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম। জাতীয় সঙ্গীতের সাথে বর্ণাঢ্য বেলুন পায়রা উড়ানো ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যরা। সম্মেলনের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিলো এই পদ্মা সেতুতে কেউ উঠবেন না, এই সেতু জোড়াতালি দেওয়া, পৃথিবীতে যত সেতু রয়েছে কোনো সেতু জোড়া ছাড়া আছে কি? কেমন বোকার মতো কথা বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।এমন বোকার হাতে যদি দেশের ক্ষমতা যায় তাহলে দেশ শ্রীলঙ্কা চেয়ে ও খারাপ হবে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদলে দেশ আছে বিধায় বাংলাদেশ এখন আমেরিকা হওয়ার পথে। এ সময় তিনি আরো ও বলেন, বিএনপি কে যদিও জনগন ভোট দেয় তাহলে তাদের প্রধানমন্ত্রী কে হবে?খালেদা জিয়ার বিরুদ্ধে এতিমের টাকা আত্মসাৎ এর মামলা চলমান এবং তার কুলাঙ্গার সন্তান তারেক জিয়া সাজা প্রাপ্ত আসামী, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামী ও মামলা চলমান কোনো ব্যাক্তি নির্বাচনে অংশগ্রহন করতে পারবে না। তাহলে জনগন ভোট দিলেও দেশ পরিচালনা করার মতো তাদের কোনো নেতা কিংবা নেত্রী নাই।পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কে আরো গতিশীল করার লক্ষে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করা জন্য সকলের নিকট বিনীত অনুরোধ জানান। ত্রি-বার্ষিক সম্মেলনে আগামী তিন বছরের জন্য সাভার সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে সুজন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে শরিফুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যানের মধ্যে আরো ও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন, ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন, সাধারন সম্পাদক সায়েম মোল্লা, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রিদওয়ান মোল্লা, সাভার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমূখ সহ সাভার উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :