সংবাদ রিপোর্ট: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়া থেকে এক ব্যক্তির ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৭ সেপ্টেম্বর রবিবার রাত ৭টার দিকে মহাসড়কের আরিচাগামী লেনে জাহাঙ্গীরনগর প্রান্তিকগেট ও বিশমাইল গেটের মাঝামাঝি ঢালু থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, এক ব্যক্তির মরদেহ সড়কের মাঝামাঝি পড়ে আছে। অথচ এ ঢালু জায়গা দিয়ে কেউ সড়ক পারাপারও হয় না। কোনো অজ্ঞাত পরিবহন চাপা দিয়ে যেতে পারে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহে উদ্ধার করি৷ নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনা কিভাবে ঘটেছে তার তদন্ত করা হচ্ছে।
Leave a Reply