সংবাদ রিপোর্ট: সাভারের সাংবাদিকদেরকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ১১ নভেম্বর সোমবার বিকেলে সাভার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, আমরা প্রেসক্লাবকে নতুন করে গড়ে দিয়েছি তার জন্য আপনারা আমাদের জন্য জীবন বাজি রেখে কাজ করবে সেটা আমাদের লক্ষ্য না। আমাদের অনেকে অন্যয় করবে, গোপনে চাঁদাবাজি ক করবে সে কথা প্রেসক্লাবের কোনো সাংবাদিক লিখবে না সে, জন্য কিন্তু একাজটি করিনি। আমি বিবেকের তাড়নায় এ কাজটি করেছি। সাংবাদিকরা হলো সমাজের দর্পন। তাদের বস্তুনিষ্ঠ লিখনীর মাধ্যমে আমাদের নেতাকর্মীরা যাতে অন্যায় কাজ থেকে বিরত থাকে বলেও জানান তিনি । অনুষ্ঠানে সভাপতিত্ব করের সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ফুলকি’র সম্পাদক নাজমুস সাকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিরুজ্জামান বদি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিল আব্দুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply