সংবাদ রিপোর্ট: ‘বেঁচে থাকার সকল মূল, গাছ লাগাতে না হয় ভুল’ এই স্লোগান সামনে রেখে সাভারে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৪ বছরে পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসময় বিভিন্ন ঔষুধি ও ফলমূলের গাছ রোপণ করা হয়েছে। ৫ মার্চ মঙ্গলবার দুপুরে সাভার প্রেসক্লাব চত্বরে এ বৃক্ষরোপণ করছেন সাংবাদিকরা। এসময় উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা যেমনি করে সমাজের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরেন। তেমনি করে পরিবেশ রক্ষায় গাছের কোনও বিকল্প নেই। গাছ আমাদের বেঁচে থাকার অক্সিজেন যেভাবে সরবরাহ করে। তেমনি সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে দেশ, জাতি ও মানুষের ক্ষতিকর দিক গুলো থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিক গোবিন্দ আচার্য্য বলেন, দৈনিক ভোরের দর্পণ পত্রিকা সুনামের সাথে ২৪ বছরে পদার্পণ করেছে। পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী আয়োজনটি পরিবেশের জন্য কিছুটা হলেও সহায়তা করবে । এই পত্রিকাটি এভাবেই চিরকাল গণ-মানুষের মাধ্যম হয়ে থাকবে বলে আশা ব্যক্ত করেন। এসময় বৃক্ষরোপণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন-দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজ উদ্দিন, দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার গোবিন্দ আচার্য্য, এনটিভির বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান, চ্যানেল নিউজ২৪ এর সাভার প্রতিনিধি নাজমুল হুদা, দৈনিক করতোয়া পত্রিকার সাভার প্রতিনিধি এস এম সবুজ, দৈনিক আজকালের খবরের ইমদাদু হক, দৈনিক ইনকিলাব পত্রিকার সাভার প্রতিনিধি সেলিম আহমেদ, তাজা খবরের সম্পাদক তপু ঘোষাল, দেশরুপান্তরের ওমর ফারুক, বঙ্গ সংবাদের গোলাম সারোয়ার সজল, সাভার সংবাদের দেলোয়ার হোসেন, নিউ নেশনের মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন-শ্রেণী পেশার মানুষ।
Leave a Reply