সংবাদ রিপোর্ট: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সংগঠন সাভার প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার সাভার থানা রোডে অবস্থিত সুমাইয়া ফুড প্লেসে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গৌবিন্দ আচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাভার পৌরসভা মেয়র হাজী আবদুল গণি, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সায়েমুল হুদা, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান, সাভার নাগরিক কমিটির সভাপতি কৃষিবিদ ড. রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নঈম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান প্রমুখ।
Leave a Reply