সংবাদ রিপোর্ট : সাভারে রাস্তা নির্মাণে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সাভারের রাজাশন এলাকায় ঘাসমহল থেকে রাজাশন পর্যন্ত নির্মাণ শেষ হওয়া রাস্তা ও ড্রেনের উদ্বোধন, শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ সময় আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতি মুক্ত সরকার এই সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পায় না। বাংলাদেশে এখন শুধু উন্নয়ন হচ্ছে। এডিবি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক এর অর্থায়নে রাস্তা ও ড্রেনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পরে হলেও রাস্তা ও ড্রেনটির কাজ সম্পন্ন হওয়ায় জনগণের আর কোন দুর্ভোগ থাকলো না। রাস্তা ও ড্রেন উদ্বোধনে এ সময় সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণি, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া, পৌর সভার প্রকৌশলী শরিফুল ইমাম ও পৌর যুবলীগ নেতা শেখ সাঈদ উপস্থিত ছিলেন।
Leave a Reply