সংবাদ রিপোর্ট: সাভার নিউ মার্কেট দোকান মালিক কল্যাণ সমিতির বার্ষিক র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। মার্কেট গ্রাউন্ড কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটের স্বত্বাধিকারি শিল্পপতি ইঞ্জিনিয়ার ফরিদ আহমেদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুর রহমান। রমজান মাসে পণ্য ক্রয় করে অনুষ্ঠিত এ র্যাফেল ড্রতে প্রাইভেটকার জিতে নেন ভাগ্যবান যুবক মেহেদী হাসান। মার্কেট দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ মোঃ ইলিয়াসের সভাপতিত্বে এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মইন উদ্দিন সিফতি, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউদ্দিন সরকার, ইঞ্জিনিয়ার আবদুল হাই, সাভার মডেল থানার সাব ইন্সপেক্টর আবদুল হাই প্রমুখ। অনুষ্ঠানে সাভার, ধামরাই, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন স্থান হতে এসে অনেকেই অংশ নেন। এ ছাড়া অনেকের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি, পুলিশ, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ।
Leave a Reply