সংবাদ রিপোর্ট: সাভার থেকে সিলেটের সুনামগঞ্জে বানভাসীদের জন্য ত্রাণ সহয়তা পাঠাচ্ছেন আল মুসলিম গ্রুপ। ১৭ জুন সোমবার সকালে প্রথম পর্যায়ে সাভারের উলাইল এলাকার আল মুসলিম গ্রুপ থেকে কয়েক হাজার পরিবারের জন্য ক্যাভার্ড ভ্যানে করে ত্রাণ সহয়তা সুনামগঞ্জে পাঠানো হয়। পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, লবণ, আলু, চিড়া, গুড়, কোমল পানীয়, টেষ্টি স্যালাইনসহ নানান সামগ্রী। ২৭ জুন সোমবার সুনামগঞ্জে স্থানীয় প্রশাসনের সহয়তা নিয়ে বানভাসীদের মাঝে এসব বিতরণ করা হয়। আল মুসলিম গ্রুপের ডিজিএম এইচ আর এন্ড কমপ্লায়েন্স অফিসার মাহমুদ হাসান জানান,আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল্লাহর নির্দেশে গত কয়েকদিন ধরে শ্রমিকরা ত্রাণ সামগ্রী প্যাকেট করে আসছিলেন বানভাসীদের দেওয়ার জন্য। পরে ২৭ জুন সোমবার ত্রাণ প্যাকেটজাত শেষে ক্যাভার্ড ভ্যানে করে সুনামগঞ্জে পাঠানো হয়। আজেই এসব ত্রাণ সামগ্রী সেখানে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে সেখানে আরও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply