সংবাদ রিপোর্ট: সাভার এলাকা থেকে অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মো. মাসুদ রানা ওরফে নাহিদ ফকিরকে (২০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। ২৬ ডিসেম্বর সোমবার র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২৫ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় সাভার থানার রাজাসন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতার আসামি জয়পুরহাটের ক্ষেতলাল থানার গত ১৫ ডিসেম্বর একটি অপহরণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। মামলার পর থেকে তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিলেন। তার নামে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।