সংবাদ রিপোর্ট : বগুড়া থেকে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে আসা সোনার তরি বাসে ডাকাতির ঘটনার সাভার মডেল থানায় একটি মামলা নথিভুক্ত হয়েছে। ১৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুল ইসলাম। এর আগে, ১৪ জানুয়ারি শুক্রবার রাতে টাঙ্গাইল, গাজিপুর ও সাভার এলাকায় মহাসড়কে ডাকাতি সংঘঠিত হয়। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন থানায় তিনদিন ঘুরেও কোনো লাভ হয়নি। পরে ঘটনাটি বিভিন্ন সংবাদ মাধ্যমে আসলে ১৭ জানুয়ারি সোমবার সাভার থানা একটি ডাকাতির মামলা নেয়। বাস চালক ও মামলার বাদি মো. পাভেল বলেন, ডাকাতির ঘটনার পরপরই আমি মির্জাপুর, সাভার ও সাভার হাইওয়ে থানায় যাই মামলা করার জন্য। কিন্তু কোনোভাবে কোনো থানা মামলা নিতে চায়নি ৷ পরে গতকাল রাতে সাভার মডেল থানা মামলাটি নেয়। এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক মমিনুল ইসলাম বলেন, ডাকাতির মামলাটি আমাদের থানায় নথিভুক্ত হয়েছে৷ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
Leave a Reply