সংবাদ রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সাভারে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। ২৯ মে রবিবার সকালে উপজেলার সাভার সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এ বিক্ষোভ করে। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক রহমানের সভাপতিত্বে ও সাভার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন টিপুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব না থাকলেও তারা ক্যাম্পাসে ঢুকে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের পলাতক নেতা তারেক রহমানের নির্দেশে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর হামলা চালাচ্ছে। এসময় তারা হামলাকারীদের সনাক্ত করে অবিলম্বে আইনী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সমাবেশে এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাভার কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাফাত, সহসম্পাদক আকাশসহ আরো অনেকে।
Leave a Reply