সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব শারিরীক অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছেন। ২৬ অক্টোবর বুধবার বাদ জোহর তার রোগ মুক্তি কামনায় সাভার উপজেলা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৫ অক্টোবর মঙ্গলবার বাদ আসর তার রোগ মুক্তি কামনায় সাভার উপজেলা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয়। সাভার পৌরসভার ৯নং ওয়ার্ডে ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া বাইতুত তাকওয়া জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন স্থানীয় যুবলীগ। দোয়া মাহফিলে মঞ্জুরুল আলম রাজীবের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া মোনজাত করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মঞ্জুরুল আলম রাজীবের রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।
Leave a Reply