সংবাদ রিপোর্ট : সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অডিটরিয়ামে অনুষ্ঠিত মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল গনি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্যা, ঢাকা জেলা আওয়ামী লেিগর যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা (উত্তর) সেচ্ছাসেবক লীগ সভাপতি ইমতিয়াজ আহমেদ, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ঢাকা জেলা (উত্তর) সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সায়েম মোল্যা, সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার পৌর সেচ্ছাসেবক লীগ সভাপতি রতন সাহা, ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ান, নিজাম উদ্দিন টিপুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের কয়েক’শ নেতাকর্মী অংশগ্রহন করেন।
Leave a Reply