বিশেষ প্রতিনিধি : সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে নানা আয়োজনে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে সাভার উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাভার উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন। ১৭ মার্চ বুধবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।পরে সেখানে সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেনসহ আরো অনেকে। এসময় অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিশু-কিশোর উপস্থিত থেকে জাতির জনকের জন্মদিন পালন করেন। অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে কেক কেটে বিতরণ করা হয়। এছাড়া মুক্তিরমোড় এলাকায় বঙ্গবন্ধুর চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাভার পৌর মেয়র আব্দুল গণি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলসহ আরো অনেকে। সাভার দক্ষিণপাড়া সমাজ উন্নয়ন কেন্দ্র (এসইউকে) সংগঠনের এর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়। এতে ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী নিউটনসহ মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা, জনবন্ধু ফখরুল আলম সমর। এদিকে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামের উদ্যোগে বাইপাইল এলাকায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এছাড়াও আশুলিয়া ইউনিয়ন পরিষদে কেক কাটার আয়োজন করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।অন্যদিকে ধামরাইয়ে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে সংসদ সদস্য বেনজীর আহমেদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সাভার ও ধামরাই উপজেলায় দলীয় সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারিভাবে কেক কাটা র্যালি, আলোচনাসভা, মিলাদ মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, আবৃত্তি ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
Leave a Reply