সংবাদ রিপোর্ট : দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সভার’৯৬ এর পুন:র্মিলনী বংশী নদীর পাড়ে নীলা বর্ষা রিভার কুইন পার্কে সম্পন্ন হয়েছে। ২৬ বছর পর ১৪ জুলাই শুক্রবার অনুষ্ঠিত এই মিলনমেলায় স্কুল সহপাঠীরা নেচে গেয়ে আনন্দে মেতে উঠেন। হারিয়ে যায় স্কুল জীবনের স্মৃতিতে।
সাভারে বসবাসরত দেশের বিভিন্ন স্কুল থেকে ১৯৯৬ সালে এসএসসি পাস করেছেন এমন শিক্ষার্থীরা এই আনন্দ আয়োজন করেন। দিনব্যাপী আয়জনের মধ্যে নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের খেলার ইভেন্টসহ, সুইমিংপুলে সাঁতার কাটা, কেক কাটা গান-বাজনা, আতশবাজি ও ফানুস উরানো ছিল উল্লেখযোগ্য। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৬ বছর পর এক সহপাঠী আর এক সহপাঠীর দেখা পেয়েছেন এমন ঘটনাও রয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সকল স্কুলের প্রয়াত শিক্ষক এবং প্রয়াত সহপাঠীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানেস্থলে হাজির হওয়া দুই সহপাঠীর অভিভাবককে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজকরা। আর অনুষ্ঠানের শেষ পর্বে ‘৯৬ এর ডালিমের ব্যান্ড সাভারিয়ানের পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। সন্ধ্যার পর আকাশ রঙিন করে আতশবাজি এবং ফানুস পোড়ানো ছিল চোখে পড়ার মতো। সন্ধ্যার পর অনুষ্ঠানের শেষ সময়ে রাফেল ড্র চলাকালে মানিকগঞ্জ জেলার সহপাঠীরা এসে যোগ দেন এই আয়োজনে।
সহপাঠীদের সঙ্গে তাদের অনেকের পরিবারের সদস্যরাও মেতে উঠেন আনন্দে। শুক্রবারের সার্থক আয়োজনের পর সাভার’৯৬ আগামীতে এ ধরনের আয়োজনের পাশাপাশি আরে বড় পরিসরে নৌকা ভ্রমণসহ বিভিন্ন আয়োজনের কথা জানিয়েছেন আয়োজনের উদ্যোক্তারা।
Leave a Reply