সংবাদ রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সাভারে ৮ মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য ৬ টন চাউল উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল।
৬ ফেব্রুয়ারি রবিবারসকাল ১১ টার দিকে সাভারের মজিদপুর এলাকায় তার নিজ বাসভবন থেকে এআরকে পাভেল গ্রুপের অর্থায়নে এই চাউল উপহার দেন তিনি। এসময় আরও বেশ কিছু উপহার সামগ্রী বিতরণ করার ঘোষণা দেন তিনি। উপহার পাওয়া মাদ্রাসাগুলো হলো- সাভারের মজিদপুর এলাকার দারুল কোরআন মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া দারুল ওলুম মাদ্রাসা, শাহীবাগ এলাকার জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া তালেমুদ্দিন মধুমতি মাদ্রাসা ও গাততলা মাদ্রাসা মাদ্রাসা। চাউল বিতরনকালে পাবেল বলেন, ফজলে নুর তাপসের অনুপ্রেরণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে বাংলাদেশ আওয়ামী যুবলীগের একজন কর্মী হিসাবে করোনা মহামকরীর সময় সামাজিক দায়বদ্ধতা থেকে আমি এই উদ্যোগ নিয়েছি।তিনি বলেন, আমাদের সবাইকে সামর্থ অনুযায়ী করোনা মহামারীর সময়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমরা জানি এই ক্রান্তিকালে মাদ্রাসা পরিচালনা করতে কতৃপক্ষের কষ্ট হচ্ছে। আমরা সামান্য কিছু উপহার দিয়ে কষ্ট লাঘব করতে পারবো না। আল্লাহ তাদের কষ্ট লাঘব করবেন ইনশাআল্লাহ। তবে আলেম সমাজের পাশে শ্রদ্ধার সাথে এআরকে পাভেল গ্রুপ দাঁড়াতে চায়। উপস্থিত আলেম সমাজের কাছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় জীবিত ও মৃত সকলের জন্য দোয়া চেয়েছেন।বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল এসময় আরও কর্মসূচীর ঘোষণা করেন। তিনি বলেন, আগামীকাল সোমবার ৭ ফেব্রুয়ারি ৫০০ নারীকে শাল (চাদর) বিতরণ করা হবে।পর দিন মঙ্গলবার ৮ ফেব্রুয়ারি সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকায় ১ হাজার জনকে কম্বল বিতরণ করা হবে। বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি দেড় হাজার পরিবারকে চাল, ডাল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। শুক্রবার ১১ ফেব্রুয়ারি ১ হাজার হুডি জ্যাকেট ও ১ হাজার সোয়েটার শীতার্তদের মাঝে বিতরণ করা হবে। এসময় স্থানীয় যুবলীগ, ও ৮ টি মাদ্রাসার আলেমসহ এতিম শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply