1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ :
পরিচয় মিলেছে আশুলিয়ায় পাওয়া মস্তকহীন খণ্ডিত নারীর মরদেহের ধামরাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন নাজমুল হাসান অভি  সাভারে হত্যা মামলায় ওলামা লীগ নেতা ফয়েজ গ্রেপ্তার ধামরাইয়ে কলেজছাত্র হত্যায় দুই আ. লীগ নেতা গ্রেপ্তার সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা আশুলিয়ায় কার্টুন বক্সে মিলল মাথাবিহীন তিন খন্ডিত নারীর মরদেহ সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ডা. সালাউদ্দিন বাবু সাভারে যুবদল নেতা নয়ন হত্যায় মামলা: আসামি ডা. এনামসহ ৮, তদন্তে পিবিআই আশুলিয়ায় টানা ৫২ ঘণ্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়ক সচল প্রধান উপদেষ্টার কাছে আবেদন: মেট্রোরেল লাইন সাভার স্মৃতিসৌধ পর্যন্ত পুনর্বিন্যাস দাবি

সাভারে ৮ দিনে ১১ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ দিনে স্বামী-স্ত্রীসহ ১১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আমিন বাজার পুলিশ ক্যাম্প।এ সময় আটকদের নিকট হতে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। জব্দকৃত মাদকের মধ্যে সোয়া ৬ কেজি গাঁজা, ৩৫১ পুড়িয়া হেরোইন ও ১৯৯ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে। ৪ সেপ্টেম্বর রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ। এর আগে ৩১ আগস্ট বুধবার ভোরে আমিনবাজারে পৃথকস্থানে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ৬ কেজি গাঁজা ও ৩০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। আটকরা হলো- লক্ষীপুর জেলার রায়পুর থানার চরবংশী এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মোঃ মাসুদ (৪৫), বরিশাল জেলার মুলাদী থানার লক্ষীপৃর এলাকার মৃত কাশেমের মেয়ে মোসাঃ রিনা (৩৬) ও সাভার থানাধীন আমিন বাজারের বড়দেশী পশ্চিমপাগা এলাকার মৃত শামসুদ্দীননের ছেলে জাহিদ ওরফে লেটকা (২৪)। এদের মধ্যে মাসুদ ও রিনা স্বামী-স্ত্রী এবং তারা আমিনবাজারের হজবুলাহর বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়। এর দুইদিন আগে গত ২৮ আগস্ট রাতে ও সকালে আমিনবাজারের পৃথকস্থানে অভিযান চালিয়ে নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় তাদের নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা ও ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকরা হলো- সাভার থানাধীন আমিন বাজারের বড়দেশী এলাকার মৃত ওমর মোল্লার মেয়ে শাহানাজ বেগম (৪০), সিরাজগঞ্জ জেলার উল্লাহপাড়া থানার বড় পাঙ্গাসী এলাকার মৃত রেজাউল সরদারের ছেলে সজিব (২৬) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাসাইল জিয়ানপুর এলাকার মোঃ কুদ্দুসের ছেলে জিয়ারুল (২৪)। এদের মধ্যে সজিব ও জিয়ারুল সাভারের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এর আগে গত ২৭ আগস্ট সকাল ৭ টার দিকে সাভারের আমিনবাজার আশা হোটেলের সামনে এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অভিযান চালিয়ে শাহীন আলম ওরফে হার্ড ডিস্ক শাহীন (৪০) নামের একজনকে ৫১ পুড়িয়া হেরোইন সহ আটক করা হয়। এছাড়াও গত ২৫ আগস্ট রাত সোয়া ৮ টার দিকে সাভারের আমিনবাজার মমতাজ পাম্প এলাকায় অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবাসহ মোঃ জুয়েল (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এরআগে গত ২৪ আগস্ট দিবাগত রাত সোয়া ১২ টার দিকে সাভারের আমিন বাজার এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের চিশতিয়া পাম্পের সামনে থেকে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ শরীফুল ইসলাম (২৪) ও কাউসার (২৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এর আধাঘন্টা আগে আমিনবাজার ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে ২৬ পিস ইয়াবাসহ বাবুল শেখ (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক আমরা মাদক, অবৈধ গ্যাস সংযোগ, ভূমি দখলদার, বিট পুলিশিং এর প্রতি বেশি বেশি আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছি। মাদক ব্যবসায়ী ও সেবী যেই হোক তাকে জেলে যেতেই হবে। সেই লক্ষ্যে কাজ করছে আমিনবাজার ক্যাম্প পুলিশ। আমাদের এই চেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, মাদককে না বলুন, পুলিশকে তথ্য দিন সেবা নিন। মাদক মুক্ত সুন্দর সমাজ গড়তে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :