1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন

সাভারে ৬ ডাকাত গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

সংবাদ রিপোর্ট: ডাকাতির প্রস্তুতিকালে সাভার থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তারা র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন খবরের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)তাদেরকে গ্রেফতারে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে নকল পিস্তল, ইউনিফর্ম, আইডি কার্ড ও হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। ২৮ মার্চ সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৪। এর আগে, শনিবার (২৬ মার্চ) রাত ১২টার দিকে সাভারের কলমা এলাকার সিএন্ডবি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার মো. সিদ্দিকুর রহমান ওরফে আবু বক্কর সিদ্দিক (৪০), কিশোরগঞ্জ জেলার মো. দুলু মিয়া ওরফে দুলাল (৩৫), ফরিদপুর জেলার মো. রাসেল খাঁন (৩২), ময়মনসিংহ জেলার মো. শাকিল (৩২) ও মো. রফিকুল ইসলাম হৃদয় (২৭) এবং কুমিল্লা জেলার মো. মোবারক হোসেন (৩৭)। র‌্যাব জানায়, গত ২৬ মার্চ রাতে সাভারের কলমা এলাকার সিএন্ডবি রোডের ওপর চেকপোস্ট বসিয়ে র‌্যাব পরিচয় দিয়ে ৭ থেকে ১০ জনের একটি চক্র বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৬ ভুয়া র‌্যাব’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ২টি খেলনা পিস্তল, ২ সেট ইউনিফর্ম, ৩টি নকল আইডি কার্ড, ২টি জ্যাকেট, ১টি হ্যান্ডকাপ, ১টি সিগন্যাল লাইট ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :