সংবাদ রিপোর্ট: সাভারে অভিযান চালিয়ে নদীরাম সরকার (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ২৬ জুন সোমবার দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, রবিবার রাত পৌনে ৯টার দিকে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নদীরাম সরকার ঢাকা জেলার সাভার মডেল থানার সোভাপুর রাজফুলবাড়ীয়া এলাকার মৃত কেবল সরকারের ছেলে। গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, ২৫ জুন রবিবার রাত ৯টার দিকে এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সাভার মডেল থানাধীন রাজফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নদীরাম সরকারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।