1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ পূর্বাহ্ন

সাভারে ৪জন নিহতের ঘটনায় সেফ লাইন পরিবহনের বিরুদ্ধে মামলা 

  • আপডেট সময় : সোমবার, ৬ জুন, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারের বলিয়ারপুরে বাস ও ট্রাকের ত্রি-মুখি সংঘর্ষে পরমানু শক্তি কমিশনের ৩ কর্মকর্তাসহ ৪ জন নিহতের ঘটনায় হাইওয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ৬ জুন সোমবার সকাল ৮ টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক ও মামলার বাদী মো. ফজলুল হক। এর আগে রবিবার রাতে মামলাটি দায়ের করেন তিনি। মামলায় আসামি করা হয়েছে সেফ লাইন পরিবহনকে। পরিবহনটি এই রুটে নতুন কিংবা আগে কখনও দেখা যায় নি বলে জানিয়েছে পুলিশ। এই সেফ লাইন পরিবহনের চালক ও সহযোগী পলাতক থাকায় শুধু পরিবহনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার বাদী ও হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, পরিবহনটি পলাতক রয়েছে। এর চালক ও সহযোগী কাউকেই পাওয়া যায় নি। যেহেতু এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারি কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখবেন। আমরা শুধু বাসটি শনাক্ত করতে পেরেছি। তাই বাসটির নাম উল্লেখ করে মামলা দায়ের করেছি, তবে আসামি করা হয়েছে অজ্ঞাতনামাদের। এব্যাপারে সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, এব্যাপারে মামলা দায়ের হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। একই সাথে পরিবহনের চালক ও সহযোগিকে আটকের চেষ্টা চলছে। প্রসঙ্গত, ৫ জুন রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বলিয়ারপুর এলাকায় শাফি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পরমাণু শক্তি কমিশনের (গনকবাড়ি, সাভার) স্টাফবাহী বাসে ধাক্কা দিয়ে পরে গরুবাহী ট্রাকে ধাক্কা দেয়। এসময় পরমাণু শক্তি কমিশনের (গনকবাড়ি, সাভার) বিজ্ঞানিসহ ৪ জন নিহত হন, আহত হন অন্তত ৩৫ জন। আহতদের মধ্যে ৯ জন কর্মকর্তা এখনও সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :