সংবাদ রিপোর্ট: সাভারে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০ ফেব্রুয়ারি সোমবার দিনগত রাতে সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। গ্রেফতার ওই নারী হলেন—মোসা. সালমা আক্তার (৩০)। তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মুসলেমাবাদ গ্রামের মৃত আবদুল মালেকের মেয়ে। তার স্বামীর নাম দেলোয়ার হোসেন বর্তমানে তিনি গেন্ডা এলাকার ৫নং গেইটের বখতিয়ারের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে সাভার মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌরসভার গেন্ডা এলাকার ল্যাব স্টার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সামনে থেকে সালমা নামের ওই নারী মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply