সংবাদ রিপোর্ট: সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী (২০) বাদি হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।২৬ জুলাই বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আসওয়াদুর রহমান। মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২৫ জুলাই মঙ্গলবার রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গিকান্দা এলাকায় ওই নারীকে জোর পূর্বক একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে বখাটে যুবক আমিরুল ইসলাম (৩০)। পরে ওই নারী এলাকাবাসীর সহায়তায় রাতেই সাভার মডেল থানায় উপস্থিত হয়ে অভিযুক্তকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply