সংবাদ রিপোর্ট: সাভারের বিভিন্ন অঞ্চলে ১২ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাসের পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য এছাড়া সাভারের আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহে স্বল্পতা দেখা দিতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ৪ ডিসেম্বর রবিবার সকালে জরুরি গ্যাস শাট ডাউন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় তিতাস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, তিতাস গ্যাসের পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য ৫ ডিসেম্বর সোমবার সাভারের জাহাঙ্গীরনগর, সাভার ক্যান্টরমেন্ট, চামড়া শিল্পনগরী এলাকা, পাবলিক সার্ভিস ট্রেনিং সেন্টারসহ জেবিঅ সাভারের আওতাধীন এলাকার সকল শ্রেনীর গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া সাভারের আশেপাশের এলাকায় গ্যাস স্বল্পতা বিরাজ করবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সাভারের ব্যাংক টাউন এলাকায় নদীর এক পার থেকে আরেক পারে গ্যাস লাইনের টাই-ইন এর কাজ হবে। তাই আগামীকাল ১২ ঘন্টা সাভারের সব জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে৷ এরপর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
Leave a Reply