সংবাদ রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সাভারে ১০০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ১৭ মে মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ধসে পড়া রানা প্লাজার সামনে এই হুইল চেয়ার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল। এসময় আলোচনা সভায় তিনি বলেন, তারেক জিয়া দেশে কোন দিন ফিরতে পারবে না। যে দলের বাবা-মা নেই ক্যান্টনমেন্টে জন্ম, ওরা করবে কচু। সাভার-আশুলিয়ার মানুষ আর বিএনপি-জামায়াতকে দেখতে চায় না। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো মসজিদে মসজিদে লোকজন ডাকেন। ওয়ার্ডে গেলে বক্তব্য দেওয়া যায়। মানুষরে ডাকেন, মানষকে ভালবাসেন। সত্যিকার জনগণের কাছে যান। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের কাছে ফিরে যান, ভাল হবে। বিএনপি-জামায়াতের নেতার্মীদের রাস্তায় নামতে দেবে না। আপনাদেরও কোলে টেনে নেবে না। সাভার আশুলিয়ার মানুষের কোল এতো সস্তা না। যতই মনে করেন কাজ হয়ে গেছে, কিন্তু কাজ হবে না। সব শেষে ১০০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আবু আহমেদ তৌফিক প্রবাল, ফারুক মাহমুদ, রাজিম ভুঁইয়া মিশুসহ সাভার যুবলীগের নেতাকর্মীরা।
Leave a Reply