1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

সাভারে হামলায় ছয়জন আহত

  • আপডেট সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় ব্যবসায়ীর উপরে অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন, মোঃ ইমরান (৪০) মাইনুদ্দিন (২৯) বাঁধন (১৮) মাসুম (৩৪) রনি (২৫) আনোয়ার (২৬) এদের মধ্যে দু জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে ঢাকা মেডিকেল ও শহীদ সরোয়ারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী ইমরানের ভাই মোঃ হেলাল উদ্দিন বলেন, ৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে বাজার বাস স্টান্ড এলাকায় চৌরঙ্গী সুপার মার্কেট সংলগ্ন ভরসা মার্কেট এর পশ্চিম পাশের গলিতে মাহফুজ, রনি ও রানার নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র লাঠিসোটা ও দা দিয়ে ব্যবসায়ী ইমরান, মাইনুদ্দিন এবং বাঁধনকে এলোপাতাড়িভাবে বেধড়ক পেটাতে থাকে। পরে তাদের ডাক চিৎকারে মাসুম, রনি ও আনোয়ার এগিয়ে আসলে এ সময় সন্ত্রাসীরা তাদেরকও এলোপাতাড়িভাবে কুপিয়ে দোকানে হামলা চালিয়ে ক্যাশ বাক্সে থাকা প্রায় ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। পরে স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে রনি ও আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে শহীদ সরোয়ারদী হাসপাতাল ও ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ব্যবসায়ী ইমরানের ভাই হেলাল উদ্দিন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের উপরে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তবে তদন্ত পূর্বক অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :