সংবাদ রিপোর্ট: সাভার মডেল থানার হত্যাচেষ্টা মামলার আসামি নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ জানুয়ারী রবিবার সকালে সাভার নামা বাজার এলাকা থেকে এসআই হারুন তাকে গ্রেফতার করে। জুয়েল চৌধুরী নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। নামাবাজার কাঠপট্টির আজিজুর রহমানের ছেলে নিজামীর বিরুদ্ধে এর আগে ডাকাতি ও মারামারি অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এদিকে নিজামকে গ্রেফতারের পর তাকে ছাড়িয়ে নিতে একাধিক ব্যক্তি সাভার থানায় চেষ্টা করে ব্যর্থ হন। রবিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
Leave a Reply