1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

সাভারে হকার উচ্ছেদের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘন্টা অবরোধ

  • আপডেট সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

সংবাদ রিপোর্ট : সাভারে হকার উচ্ছেদের প্রতিবাদে ২ ঘন্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় হকাররা। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ৪০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। ৩১ জানুয়ারি সোমবার সন্ধ্যার পূর্ব থেকে রাত প্রায় সাড়ে ৬টা পর্যন্ত হকারদের অবরোধ চলে। জানা গেছে, ৩১ জানুয়ারি সোমবার বিকেলে সাভার বাজার বাসস্ট্যান্ডের ঢাকা-আরিচা মজাসড়কে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে সাভার মডেল থানা পুলিশ। উচ্ছেদের সময় হকারদের উপর লাঠিচার্জ ও তাদের মালামাল ফেলে দেয়া হয়। এই ঘটনার প্রতিবাদে শত শত হকার একত্রিত হয়ে বিকেল সাড়ে চারটা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধ চলাকালে মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে প্রায় কয়েক হাজার যানবাহন। চরম অসুবিধায় পড়েন সাধারণ যাত্রীরা। রোগীবাহী এম্বুলেন্স পর্যন্ত আটকে থাকে মহাসড়কে।

সন্ধ্যা ৬টার দিকে সাভার হাইওয়ে পুলিশ, স্থানীয় হকার নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় টাঙ্গাইল ৭ আসনের এমপি খান আহমেদ শুভ উপস্থিত ছিলেন। পুলিশ ও নেতৃবৃন্দ হকারদের পুনর্বাসনের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। বাংলাদেশ হকার্স লীগ সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের মোল্লা বলেন, আমরা ফুটপাতে ব্যবসা করতে চাই না, আমাদের পুনর্বাসন দেওয়ার ঘোষণা দেওয়ার পরও আমাদের কেন পূনর্বাসন করা হচ্ছে না। সাভার হাইওয়ে থানার ডিউটি অফিসার খোরশেদ আলম বলেন, ফুটপাত দখল করতে করতে হকাররা মহাসড়কে চলে এসেছিল। চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে এমনটা করা হয়েছে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :