সংবাদ রিপোর্ট : সড়ক নিরাপদের দাবিতে সাভারের নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এসময় সড়কের দুপাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ২২ মার্চ মঙ্গলবার রাত ১০ টার দিকে এ বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ এসে রাত ১১টার দিকে বিক্ষুব্ধ জনতাকে সড়ক থেকে সরিয়ে দেয়। স্থানীয়রা অভিযোগ করেন, কর্মস্থল থেকে সাইকেলযোগে রফিক নামে এক পোশাক শ্রমিক বাড়ি ফিরছিলেন। এসময় সাইকেলটি নবীনগর-চন্দ্রা সড়কের কবিরপুর এলাকায় পৌঁছলে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করেন। পরে তাকে মারধর করে সড়কের পাশে জঙ্গলে নিয়ে গিয়ে সব কেড়ে নেন। রফিকের কান্নার শব্দে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে সড়কে নেমে আসেন। এসময় ছিনতাইকারীরা কৌশলে পালিয়ে যান। পরে আহত অবস্থায় উদ্ধার হন রফিক। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় আফজাল, মোফাজ্জল, শাহিন, মনিরসহ আরও অনেকের অভিযোগ, প্রতিনিয়ত আশুলিয়ার কবিরপুরের এ জায়গাটিতে ঘটছে ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। সর্বস্ব কেড়ে নেওয়ার পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটছে। বারবার আশ্বাস দিলেও পুলিশ তা ঠেকাতে পারছে না। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় জঙ্গলটিতে অভিযান চালায়। এসময় জঙ্গল থেকে একটি সাইকেল উদ্ধার হয়। ঘ টনাস্থলে আসা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ বলেন, স্থানটি নির্জন ও অন্ধকার হওয়ায় এমনটা ঘটছে। স্থায়ীভাবে অপরাধীদের ঠেকাতে কাজ শুরু করেছে পুলিশ।
Leave a Reply