সংবাদ রিপোর্ট: সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার সিঙ্গার ফ্রিজের ওয়ারহাউজের গোডাউনে আগ্নিকাণ্ড ঘটেছে। ২ জুন বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, দুপুরে সিঙ্গার ফ্রিজের ওয়ারহাউজে ভয়াভহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো টিনসেড ওয়ারহাউজটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানিকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা অভিযোগ করেন, তদন্ত করলে আগুন লাগার রহস্য উদঘাটন করা যেতে পারে। এর আগেও ওই ওয়ারহাউজটিতে ভয়াভহ আগুন লেগেছিল বলে জানা যায়। একই স্থানে কেন বার বার আগুন লাগছে তাও বের হয়ে আসবে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, তারা রিফেয়ারিং-এর কাজ করছিল। ধারনা করা হচ্ছে, ওয়াললিং-এর কাজ করার সময় আগুনের ফুলকি থেকে আগুন লাগতে পারে।
Leave a Reply