সংবাদ রিপোর্ট: সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি কফিল উদ্দিনের বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ২৩ ডিসেম্বর আমিন বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীও রকিব আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ২২ ডিসেম্বর বিকেলে আমিন বাজার ডাচ বাংলা ব্যাংকের সামনে ও ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মহিবুল্লাহ’র সমর্থনে এক সভায় কফিল উদ্দিন বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রীকে কটূক্তি করে আপত্তিকর বক্তব্য দেন। তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রকিবের দায়ের করা মামলার তদন্ত করছেন এসআই আতিকুর রহমান রাসেল। পুলিশ জানায়, মামলা রেকর্ড এরপর কফিল উদ্দিন কে গ্রেপ্তারে সাভার এবং ঢাকায় একাধিক স্থানে অভিযান চলছে।
Leave a Reply