1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

সাভারে সাকিব হত্যার বিচারের দাবীতে পরিবার ও সহপাঠীদের মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে অপহরণের পর কলেজছাত্র সাকিব আল হাসান হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচার ফাঁসির দাবি জানিয়েছে নিহতের পরিবারের সদস্য ও তার সহপাঠীরা। ১০ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার আমিনবাজার এলাকায় অবস্থিত মীরপুর মফিদ-ই-আম স্কুল আ্যান্ড কলেজের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় নিহতের পরিবার ও সহপাঠীরা। মানববন্ধনে উপস্থিত নিহতের ভাই রাকিব বলেন, এইভাবে কোনদিন কথা বলতে হবে ভাবিনি। গত ১৭ তারিখ বন্ধু নামক কিছু সন্ত্রাসী সাকিবকে মেরে সেপটিক ট্যাঙ্কের ভিতরে লুকিয়ে রেখেছিলো। আমরা থানায় মামলা করেছি। কিছু আসামি ধরাও পড়েছে এবং কিছু আসামি পলাতক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয়। আমার তো ভাই চলে গেছে। তাকে তো আর ফিরে পাবো না। কিন্তু এই আসামিদের ফাঁসি চাই। আমাদের আর কিছু চাওয়ার নাই। সাকিবের এক বন্ধু বলেন, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের এক বন্ধুকে হারানোর বিচার দাবিতে। আমরা চাই না আমাদের আর কোন ভাই-বোনের এমন পরিণতি হোক। আমরা সরকারের কাছে দাবি জানাই জড়িতদের শনাক্ত করে যেনো উপযুক্ত শাস্তি দেয়া হয়। অপর এক বন্ধু বলেন, আমাদের দাবি একটাই এই ঘটনার যেনো সুষ্ঠু তদন্ত ও শাস্তি হয়। অন্যরা যাতে এমন ঘটনা ঘটানোর সাহস না করে কোনদিনই। এসময় আয়োজিত মানববন্ধন থেকে হত্যাকান্ডের ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার ও আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়। প্রসঙ্গত, পথচারীদের কাছ থেকে খবর পেয়ে গত ২৭ মার্চ সাভারের বনগাঁও ইউনিয়নের কোটাপাড়া এলাকার আবুল কাশেমের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক থেকে সাকিবের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে গত ১৭ মার্চ নিখোঁজ হয়েছিল মিরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাকিব। এ ঘটনায় গত ২৭ মার্চ নিহতের বড় ভাই রাকিব মিয়া তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পরে এ ঘটনায় প্রধান অভিযুক্ত পিয়াস তার দুই সহযোগী ইমন ও রাজুকে গ্রেপ্তার করা হলেও এখনো পলাতক রয়েছেন নাবিন নামে আরেক অভিযুক্ত। মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার ভবানীপুর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :