সংবাদ রিপোর্ট: সাংবাদিক ছদ্মবেশে ১৭ বছর যাবত পলাতক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আশরাফ হোসেন ওরফে কামালকে ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাভার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বিস্তারিত পরে জানানো হবে বলে এলিট ফোর্স এর পক্ষ থেকে জানানো হয়েছে। জানা গেছে, দীর্ঘ ১৭ বছর কামাল পলাতক ছিলেন। এসময় তিনি সাভারের আশুলিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিতেন। তিনি নারায়ণগঞ্জের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার কাছ থেকে দৈনিক ‘সময়ের বাংলা’ পত্রিকার কার্ড উদ্ধা করা হয়েছে। তিনি এ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি হিসেবে নিজেকে পরিচয় দিতেন। এ ব্যাপারে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাব মুখপাত্র। এর আগে গতমাসের ১২ জানুয়ারি একাধিক হত্যাসহ বিভিন্ন অপরাধে প্রায় ১৫ বছর আত্মগোপনে থাকা ছদ্মবেশী বাউল ও বাউল গানের মডেল হেলাল হোসেন ওরফে সেলিম ফকির ওরফে খুনি হেলালকে গ্রেপ্তার করে র্যাব। ‘ভাঙ্গা তরী ছেড়া পাল’ গানের বাউল মডেল হিসেবে অভিনয়ের পর তার পরিচয় নিশ্চিত হয় স্থানীয়রা। এরপর তার বিষয়ে র্যাবকে জানানো হয়। ছয়মাস ধরে র্যাবের গোয়েন্দারা তার অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়।
Leave a Reply