সংবাদ রিপোর্ট: মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে সাভারের আশুলিয়ায় ৩০০ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে। ১৪ ডিসেম্বর বুধবার দুপুরে আশুলিয়ার বাইপাইলে এলাহী কমিউনিটি সেন্টারে ‘ধামসোনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড’ এই আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় ৩শ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে সম্মাননা হিসেবে উপহার সামগ্রী দেওয়া হয়। এর আগে আয়োজন করা হয় মতবিনিময় সভা। এতে মুক্তিযোদ্ধাসহ তাদের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন আব্দুস সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম।
Leave a Reply