সংবাদ রিপোর্ট: সাভারের রাজফুলবাড়িয়া একটি পোশাক কারখানায় ১৫ দিনের বেতনের দাবিতে কর্মবিরতি করে কারখানার ভেতরে অবস্থান করেছে শ্রমিকরা৷ ১৫ মে শনিবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িতে অবস্থিত গোল্ডেন স্টেজ লিমিটেডে কারখানায় এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। শ্রমিকরা জানায়, ঈদের আগে ছুটিতে সবাই চলে গিয়েছিলো। এরপর কারখানায় যোগদান করলে কোনো শ্রমিককে এখনো বেতন বা ভাতা দেওয়া হয়নি। সেই ১৫ দিনের বেতন ও ভাতার দাবিতে তারা। রবিবার কাজ বন্ধ করে আন্দোলন করছে তারা।কর্মবিরতির বিষয়টি অস্বীকার করে গোল্ডেন স্টেজ লিমিটেডে কারখানার এডমিন ম্যানেজার মামুন ইসলাম বলেন, আজ কোনো আন্দোলনের খবর আমি শুনিনি। আর এমন কোনো আন্দোলনও আমাদের এখানে হয়নি৷ শিল্প পুলিশ-১ এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কুরবান আলী বলেন, শ্রমিকদের আন্দোলন চলমান রয়েছে। আমি এখানে উপস্থিত রয়েছি। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে৷
Leave a Reply