সংবাদ রিপোর্ট : সাভারে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে ৫ আগস্ট শনিবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। আলোচনা সভা শেষে সেখানে প্রান্তিক কৃষদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন করা হয়। এর আগে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরে শেখ কামালের অস্থায়ী বেদীতে পুষ্পমালা অর্পন করা হয়। এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply