সংবাদ রিপোর্ট: সাভারে রাস্তার পাশে খেলা করার সময় জামেলা নামে তিন বছরের এক কন্যা শিশুকে চুরি করে তুলে নিয়ে গেছে অজ্ঞাত এক নারী। এ ঘটনায় সাভার থানায় মামলা দায়ের করেছেন চুরি হওয়া শিশুর মা শিলা বেগম। ১০ মার্চ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আতিকুর রহমান রাসেল। এর আগে ৯ মার্চ বুধবার সাভার থানা রোড এলাকা থেকে শিশু জামেলাকে চুরি করে নিয়ে যায় ওই নারী। চুরি যাওয়া শিশু জামেলা রাজবাড়ী জেলার বাসিন্দা। শিশুটি তার নানি ও মা শিলা বেগমের সঙ্গে থাকত। তারা থানা রোড এলাকার মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকেন। শিশুটির মা ভুক্তভোগী শিলা বেগম জানান, দুই বছরের বেশি সময় ধরে স্বামী আমাকে ভরণপোষণ না দেওয়ায় সাভারে চলে আসি। এখানেই স্বামীসহ থাকতাম। স্বামী আমাকে রেখে চলে গেছে। আমি মানুষের বাসায় কাজ করে মেয়েটাকে দেখাশোনা করি ও সংসার চালাই। ৯ মার্চ বুধবার আমি কাজে গেলে দুপুর ১২টারদিকে ঘটনা ঘটে। মেয়ে রাস্তায় বের হয়ে হাটতে থাকে। থানা রোড এলাকার সুপারশপ স্বপ্নের সামনে পৌঁছলে একজন বোরকা পরা নারী তাকে তুলে নিয়ে চলে যায়। বিষয়টি আমরা সিসি ক্যামেরার ফুটেজে দেখে নিশ্চিত হই। শিশুটির মা শিলা বেগম আরও বলেন, ‘স্বামী ফেলে চলে যাওয়ার পর শিশুসন্তানটিকে নিয়ে মায়ের সঙ্গে থাকি। শিশুটিকে ভাড়াবাসায় রেখে মানুষের বাসাবাড়িতে কাজ করে আসছিলাম। ৯ মার্চ বুধবার দুপুরে বাসায় এসে সন্তানকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করি। পরে পাশের এক সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, একজন বোরকাপরা নারী তাকে তুলে নিয়ে চলে যায়। পরে এ বিষয়ে থানায় মামলা করি।’ মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এসআই আতিকুর রহমান রাসেল বলেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে দেখতে পাই শিশুটি হাঁটতে হাঁটতে সড়কের দিকে এলে চকোলেট জাতীয় কিছু দিয়ে তাকে কোলে করে নিয়ে যায় এক নারী। অভিযুক্ত ওই নারীর পরণে বোরকা ছিল। ফলে তাকে চেনা যাচ্ছে না। তবে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে। আমরা শিশুটিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন বলে জানান তিনি।
Leave a Reply