সংবাদ রিপোর্ট : সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর ভালোবাসা দিবসে সুবিধা বঞ্চিত স্কুলগামী শিশুদের মাঝে যাতায়াতের সুবিধার্থে সাইকেল বিতরণ করলেন। ১৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরস্থ নিজ কার্যালয়ে উপস্থিত থেকে ১ম শ্রেণির শিশু ছাত্র আবু তালহা, তৃতীয় শ্রেণির শিশু ছাত্র মো: মোয়াজ উদ্দিন ও চতুর্থ শ্রেণির শিশু ছাত্র মো: তানভীর আহমেদকে ভালোবাসা দিবসের উপহার হিসেবে সাইকেল তুলে দেন সাভার উপজেলা তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা, জনবন্ধু ফখরুল আলম সমর। বিশেষ দিবসে সাইকেল পেয়ে ভীষন খুশি সুবিধা বঞ্চিত শিশুরা জানান, আমরা খুব খুশি হয়েছি সাইকেল পেয়ে কেননা এখন থেকে আমাদের স্কুলে যেতে সুবিধা হবে। ভালোভাবে লেখাপড়া করলে আমাদের আরো উপহার দেয়া হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান কাকু। তবে সাইকেল যেন সর্তকভাবে রাস্তা দিয়ে চালাই সে কথা চেয়ারম্যান কাকু বারবার বলে দিয়েছেন। সাভার উপজেলা তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর জানান, ভালোবাসা দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতেই সুবিধা বঞ্চিত স্কুলগামী শিশুদের মাঝে এমন উপহার তুলে দিলাম। সাইকেল শিশুদের শারীরিক ও মানষিক বিকাশে সহায়তা করবে। তাছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়া শিশু দুটির স্কুল বাসা থেকে কিছুটা দুরে। এখন থেকে ওরা স্কুলে সাইকেল চালিয়েই যেতে ও আসতে পারবে। আর তাই অনেকের মধ্যে থেকে ওদের মাঝেই সাইকেল তুলে দিলাম। আজকে যারা সাইকেল পেল, তারা পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হবে এটিই আমার প্রত্যাশা।
Leave a Reply