সংবাদ রিপোর্ট : সাভারে দোতলা ভবন থেকে পড়ে মো. জিহাদ (১৮) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। জিহাদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। বর্তমানে সাভার এলাকায় থাকতেন। বুধবার ১২ জনুয়ারি বিকেলে সাভারে সন্ন্যাসীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন ও রুবেল জামান জানান, জিহাদ পেশায় রংমিস্ত্রি। কিন্তু তিনি একটি সিমেন্ট কোম্পানিতে চাকরি করতেন। সাভার সন্ন্যাসীবাজার বাকুড্ডা এলাকার কোরবান আলীর একটি দ্বিতীয় তলার ভবনে রঙের কাজ করার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Leave a Reply