সংবাদ রিপোর্ট: সাভারে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার রক্ষায় আরএইচস্টেপের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই সোমবার সকালে সাভারের মুক্তিরমোড় এলাকায় সুপ্রীম ডাইন রেষ্টুরেন্টর হল রুমে আরএইচস্টেপ এর আয়োজনে ”অধিকার এখানে এখনই-২” প্রকল্পের স্থানীয় কি ইনফ্লুয়েন্সারদের সাথে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং অধিকার রক্ষায় কিশোর-কিশোরীদের ভ‚মিকা নিয়ে আলোচনা করেন। যুবসমাজের যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা এবং অধিকার বিষয়ে স্থানীয় সুশীল সমাজের ভ‚মিকা নিয়ে আলোচনায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী দপ্তরের কর্মকর্তা, স্কুল শিক্ষক, চিকিৎসক ও স্থানীয় যুবসমাজের অভিভাবকগণ গুরুত্বপূর্ন ও সময়োপযোগী মতামত প্রকাশ করে সেমিনারে। এসময় সাভার উপজেলায় প্রকল্পের কর্ম পরিকল্পনা, বাস্তবায়ন, কর্ম এলাকা ও যুবসমাজের জন্য সরকারী ও বেসরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি ও বাঁধাসমূহ বিষয়ে সময়োপযোগী পদক্ষেপ গ্রহনে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
এসময় সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৪৫ ভাগের বেশি জনগোষ্ঠী ১০ থেকে ৩৫ বছরের মধ্যে যা আমাদের যুব সমাজের অন্তর্ভুক্ত এবং ২০২২ সালের জনশুমারী রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%। যুব সমাজ এবং তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষার্থে ”অধিকার এখানে এখনি- ২” প্রকল্পের কার্যক্রম বাংলাদেশে পরিচালিত করছে আরএইচস্টেপ সহ নারীপক্ষ, অবয়ব, নাগরিক উদ্যোগ, ওয়ায়পিএফ, ঋতু এবং ব্র্যাক কাজ করছে।
এসময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. সায়েমুল হুদা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন, কাউন্সিলর মশিউর রহমান খান সম্রাট, মহিলা কাউন্সিলর ডারফিন আক্তারসহ উপজেলার সংশ্লিষ্ট সরকারি অফিস ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগণ ও আরএইচস্টেপ এর প্রকল্প কর্মকর্তাগণ।
Leave a Reply