1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

সাভারে যুব উদ্যোক্তা মেলা উদ্ধোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

সংবাদ রিপোর্ট: সাভার পৌর এলাকার মামুন পার্টি প্যালেসে তিনদিন ব্যাপী যুব উদ্যোক্তা মেলা উদ্ধোধন করা হয়েছে । ৬ জুন বৃহস্পতিবার সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহসভাপতি শফিক পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মন্জুরুল আলম রাজিব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশনের (ক্রাব) সভাপতি কামরুজ্জামান খান। আরো উপস্থিত ছিলেন সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অভিনেতা স্মরণ সাহা, নারী নেত্রী পারভীন ইসলাম, এনটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার জাহিদুর রহমান প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম দিপু। কামরুজ্জামান খান এসময় বলেন, যুব উদ্যোক্তাদের আয়োজনে এরকম উদ্যোক্তা মেলা যুব সমাজকে ভালো কাজে উৎসাহিত করবে। উদ্যোক্তা বাড়াতে বেশি করে এমন মেলার আয়োজন করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে ।

প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজিব বলেন, যুবকরাই আগামীর ভবিষ্যৎ। যুবরাই ঘুনে ধরা সমাজ বদলে দিতে পারবে। যুব সমাজ আজ বিপথে ধাবিত হচ্ছে। সাভারে কিশোর গ্যাং তৎপর, তারা বিভিন্ন অপরাধে জড়াচ্ছে। যুব উদ্যোক্তাদের এমন সুন্দর আয়োজনে আমি মুগ্ধ । সকল দেশীয় পণ্যের পশড়া দিয়ে উদ্যোক্তারা সাঝিয়েছেন মেলা। এটা প্রশংসনীয় উদ্যোগ। সমাজের ভালো কাজগুলোতে যুবকরা এগিয়ে আসলে সুস্থ্য সমাজ গঠনে আরো এগিয়ে যাবে বাংলাদেশ। ফিতা ও কেক কেটে মেলা উদ্বোধনের
পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে কেনা কাটা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :