সংবাদ রিপোর্ট: সাভারের বিরুলিয়ায় একটি খেলার মাঠ থেকে মো. আলম সোনার (৩৪) নামের এক যুবকের ক্ষত বিক্ষত মরেদহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ এপ্রিল সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার একটি জঙ্গলের ভিতর খেলার মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আলম সোনার বগুড়া জেলার শিবগঞ্জ থানার তিনদিঘি শৌলা এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। তার দুই পায়ের রগ কাটাসহ দেহের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত করেছেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম। পুলিশ জানায়, কালিয়াকৈর এলাকার ওই খেলার মাঠের পাশের ক্ষেতে কাজ করতে গিয়ে নিহতের মরদেহ দেখতে পায় কৃষকরা। পরে থানায় খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার দুই পায়ে অসংখ্য ধারালো অস্ত্র দ্বারা আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গতকাল রাডে তাকে হত্যা করা হয়েছে। বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি মাঠ থেকে আলম সোনারের মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোন স্থান থেকে তুলে নিয়ে এসে ওই জঙ্গলে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে
Leave a Reply