সংবাদ রিপোর্ট : সাভারের বিরুলিয়ায় টাকা না দেওয়ায় মাকে মারধর করে আত্মহত্যার চেষ্টা করেছে এক কিশোর। পরে মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। ৩০ মার্চ বুধবার বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভারের বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস। এর আগে মঙ্গলবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামে এ ঘটনা ঘটে। আটক কিশোর বিরুলিয়ার ছোট কালিয়াকৈর গ্রামের পোশাকশ্রমিক আলম মিয়ার ছেলে। সে স্থানীয় রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজির এসএসসি পরীক্ষার্থী। পুলিশ জানায়, ২৯ মার্চ মঙ্গলবার রাতে মায়ের কাছে খরচের টাকা চায় ওই কিশোর। টাকা না দেওয়ায় মাকে মারধর করে সে। পরে নিজে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তার মা ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।
Leave a Reply