সংবাদ রিপোর্ট: সাভারে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানান, দুপুরে সাভার পৌরসভার গেন্ডা এলাকায় নিজ ভাড়া ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম সাগর মিয়া (১৮)। সাগর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সাগরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে, সাভারের পাকিজা এলাকা থেকে রাকিব হোসেন নামের (৩০) এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।হাইওয়ে পুলিশ জানায়, রাকিব হোসেন ঢাকা-আরিচা মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় মারা গেছেন।
Leave a Reply