1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন

সাভারে মধুমতি মডেন টাউন হাইকোর্টের নির্দেশে অবৈধ ঘোষণা

  • আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩

সংবাদ রিপোর্ট: সাভারে মধুমতি মডেল টাউন হাইকোর্টের নির্দেশে অবৈধ ঘোষনা করা হলেও বিভিন্ন বাড়ি ঘর ও স্থাপনার নির্মাণ কাজ থেমে নেই। প্রশাসনের নাকের ডগায় সেখানে এমন অবৈধ কাজ হলেও যেন দেখার কেউ নেই। স্থানীয় প্রশাসন যেন দেখেও না দেখার ভান করছেন। এলাকাবাসী বলছে,গেল কয়েক বছর আগে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার,বলিয়ারপুর ও ভাকুর্তা ইউনিয়নের মাঝামাঝি জলাশয় ভরাট করে অবৈধ ভাবে গড়ে উঠে মধুমতি মডেল টাউন নামের একটি হাউজিং প্রকল্প। পরে সেখানে প্লট বেচা কেনা শুরু হয়। পরে জলাশয় ভরাটসহ নানা অসুবিধার কারণে পরিবেশবীদরা আপত্তি তুললে হাইকোর্ট মধুমতি মডেল টাউন অবৈধ ঘোষনা করে প্লট বেচা কেনা বন্ধ ও বাড়ি ঘরের নির্মাণ কাজ বন্ধ করে দেয়। কিন্তু হাইকোর্টের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মধুমতি মডেল টাউন কতৃপক্ষ হাউজিং প্রকল্পটির নাম পরিবর্তন করে নান্দনিক হাউজিং সোসাইটি রাখেন। এর পর থেকেই প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন হাউজিং প্রকল্পটির ভিতরে প্লট বেচা কেনা ও বিভিন্ন স্থাপনার কাজ চলছে। সেই সাথে হাউজিং প্রকল্পটির ভিতরে বিভিন্ন রিসোর্টে অসামাজিক কার্যকালাপ চলছে দিনে ও রাতে। উঠতি বয়সী তরুণ তরুণীদেরকে নিয়ে শ্যুাটিং এর নামে চলছে অশ্লীল নৃত্য আর মাদক সেবনের রমরমা বাণিজ্য। তা যেন দেখার কেউ নেই। রিসোর্ট গুলোতে পাটিসহ বিভিন্ন অসামাজিক কার্যকালাপের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে সেখানে বেড়েছে ছিনতাই। সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায়,হাইকোর্টের নির্দেশ অমান্য করে সেখানে প্রতিনিয়ত প্রকাশ্যে বিভিন্ন প্লট বেচা কেনার পাশাপাশি স্থাপনার কাজ চলছে আবারও কেউ কেউ অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার জন্য এক প্লট কয়েকজনের কাছে বিক্রিও করছে এতে করে দ্ব›েদ্বও জড়াছে প্লট মালিকরা। তাছাড়া সেখানে অবৈধ ভাবে সরকারীখালসহ বিভিন্ন সরকারী জমি দখল করে ভরাট করছে প্রভাবশালীরা। হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।স্থানীয়রা অবৈধ মধুমতি মডেল টাউনের সকল স্থাপনা বন্ধসহ এর সাথে জড়িত সংশ্রিষ্ট সকল কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারর পাশাপাশি সেখানে বাড়ি ঘর ও রিসোর্টের বিদ্যুৎ সংযোগ বিছিন্নসহ সকল সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। স্থানীয়রা আরও জানায়,মধুমতি মডেল টাউন কতৃপক্ষের ক্ষমতার খুটির জোড় কোথায় কিভাবে হাইকোর্টের নির্দেশ অমান্য করে তারা প্লট বেচা করছে প্রতিনিয়ত অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। এবিষয়ে মধুমতি মডেল টাউনের অফিস কার্যালয়ে বক্তব্য নিতে গেলে ম্যানেজার দৌড়ে পালিয়ে যায়। এবিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন,অবৈধ মধুমতি মডেল টাউনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :