1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন

সাভারে ভেজাল খাদ্য প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

সংবাদ রিপোর্ট: সাভারে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যেগে ভেজাল খাদ্য প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে মঙ্গলবার দুপুরে কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে সাভার মডেল থানা সভা কক্ষে আইনশৃংখলা বাহিনী, আইনজীবি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও কমিউনিটির জনগণের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশনস এন্ড সিপি) মাকারিয়াস দাস। সভায় সাভার মডেল থানার ৩৫জন পুলিশ সদস্যসহ আরো উপস্থিত ছিলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া হক, কারিতাস উদ্যম প্রকল্পের এডুকেটর সুমন জন রোজারিও, এ্যাডভোকেট শাহীন, কারিতাস ইকোনমিক রি-ইন্ট্রিগেশ অফ রিকভারী ইন বাংলাদেশ প্রকল্পের মনিটরিং এন্ড জবপ্লেসমেন্ট অফিসার আগষ্টিন মিন্টু হালদার প্রমুখ। সভায় আগষ্টিন মিন্টু হালদার বলেন, কারিতাস উদ্যম প্রকল্পটি গত জানুয়ারী ২০২১ খ্রি: তারিখ হতে সাভার, আশুলিয়া, মোহাম্মদপুর এবং টঙ্গী এলাকায় কার্যক্রম শুরু করেছে। প্রকল্পটির উপকার ভোগী হচ্ছে মাদকাসক্ত যৌন কর্মী, পথ শিশু, বস্তিবাসী, গার্মেন্স কর্মী, নিম্ন আয়ের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী (দিন মজুর, রিক্সা চালক, গৃহকর্মী), কিশোর কিশোরী, ছাত্র/ছাত্রী, কর্মএলাকার রিকভারী, পরিবহন শ্রমিক। প্রকল্পের মাধ্যমে ভেজাল বিরোধী খাদ্য প্রতিরোধে সরকারি-বেসরকারি এবং কমিউনিটির মানুষের সাথে সমন্বয়ে সম্পৃক্তকরণের মাধ্যমে ভেজাল খাদ্য প্রতিরোধ করা, পুষ্টি সম্পর্কে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করা এবং স্বল্প খরচে পুষ্টির গুণগতমান বজায় রেখে ব্যক্তি এবং পরিবারের সদস্যদের পুষ্টিহীনতা দূর করা, মাদকাসক্ত, যৌন কর্মী, পথশিশু, বস্তিবাসী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদের স্বাস্থ্যঝুঁকি হ্রাস করা এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভেজাল খাদ্যে তৈরীর সাথে জড়িত সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। ভেজাল খাদ্য যারা তৈরী করে তারা পরিবারের, সমাজের, দেশের শত্রু। তিনি উপস্থিত সকল পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন যে, যারা ভেজাল খাদ্য তৈরীর সাথে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া।তিনি আর বলেন ইতি মধ্যে সাভারে ভেজাল খাদ্য বিরোধী ভ্রাম্যমান ম্যাজিট্রেট সাথে পুলিশ প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় আনা হচ্ছে এবং বিভিন্ন মেয়াদে শাস্তি ও জরিমান আদায় করা হয়েছে। ভেজাল খাদ্য তৈরীর সাথে জড়িত ব্যক্তিদের নামের তালিকা কতৃপক্ষের নিকট দেওয়ার জন্য অনুরোধ করেন। ভেজাল খাদ্য পতিারোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান করেন। সভায় বক্তারা বলেন, খাদ্যে ভেজাল এ সময়ের গুরুতর জাতীয় সমস্যা। ভেজাল খাদ্যে সয়লাব বাংলাদেশ। ভেজাল খাদ্য খেয়ে শিশু থেকে শুরু করে সকল বয়সী মানুষ নানা ধরনের অসুস্থ হচ্ছে, এবং মারাও যাচ্ছে। ভেজাল খাদ্য প্রতিরোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি ভেজাল খাদ্য প্রতিরোধ করতে হবে। ভেজাল খাদ্য প্রতিরোধে সরকারের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান তারা। মতামতবিনিময় সভা শেষে কারিতাস উদ্যম প্রকল্পের মাধ্যমে ঝুকিপূর্ণ সদস্য ও মাদকাসক্ত পরিবারের পূর্ণবাসনের লক্ষে ক্ষুদ্র ব্যবসার জন্য ৫জনকে অর্থিক সহায়তা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :