সংবাদ রিপোর্ট: সাভার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকায় ৪ শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ভন্ড কবিরাজ বৃদ্ধ জয়নাল আবেদিনকে (৭০) ৬ জুন সোমবার আটক করে পুলিশে দিয়েছে মাদ্রাসা কমিটি ও এলাকাবাসী। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক রুবেল হোসেন জানান, দেওগাঁ দারুস সালাম মাদ্রাসার ৪ মেয়ে শিশু শিক্ষার্থীকে বিভিন্ন সময় কৌশলে ডেকে নিয়ে এলাকার একটি বাড়ীর কেয়ারটেকার ও ভন্ড কবিরাজ জয়নাল আবেদীন বিকৃত রুচির যৌনাচারে লিপ্ত হতেন। এবিষয়টি ওই শিশু শিক্ষার্থীগন তাদের নিজ নিজ বাসায় জানালে অবিভাবকগণ মাদ্রাসার কমিটিকে অবহিত করেন। পরবর্তীতে মাদ্রাসা কমিটির সভাপতি রফিকুল ইসলাম কোম্পানিসহ কমিটির সদস্য ও অবিভাবকগন অভিযুক্ত ভন্ড কবিরাজকে আটক করে। পরবর্তীতে তারা সাভার মডেল থানায় খবর দেন। পুলিশ খবর পেয়ে বৃদ্ধ কবিরাজকে আটক করে থানায় নিয়ে যায়। মাদ্রাসা কমিটির সদস্য সাভার ইউনিয়ন পরিষদের মেম্বর মজিবুর রহমান জানান, অভিযুক্ত জয়নাল আবেদীনের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীগন বিকৃত যৌনাচারের অভিযোগ করলে তাকে পুলিশে দেয়া হয়। সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, মাদ্রাসার নিকটেই একটি বাড়ীর কেয়ারটেকার জয়নাল আবেদীন। তিনি বিভিন্ন সময়ে কৌশলে ফাকা বাড়িতে ডেকে নিয়ে শিশু শিক্ষার্থীদের সাথে বিকৃত যৌনাচারে লিপ্ত হতেন। তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার ৩ ছেলে ৪ মেয়ে এবং ৮/৯জন নাতি-নাতনি রয়েছে। তার এক নাতি সাকিব ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রিয় কারাগারে আটক রয়েছে। সাকিবকে আটকের সময়ে জয়নাল আবেদীন তার ব্যবহৃত তিন গীরার বাঁশের লাঠি হাতে পুলিশকে তেড়ে গেলে পুলিশ তার ওই লাঠি জব্দ করে নিয়ে যান। বর্তমানে তিনি ৫ গীরার একটি বাঁশের বিশেষ লাঠি ব্যবহার করছিলেন।
Leave a Reply