1. kamruzzaman78@yahoo.com : kamruzzaman Khan : kamruzzaman Khan
  2. ssexpressit@gmail.com : savarsangbad :
সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

সাভারে বেতন না পেয়ে মালিককে হত্যার হুমকি

  • আপডেট সময় : শনিবার, ৭ মে, ২০২২

 

সংবাদ রিপোর্ট: সাভারে একটি তৈরি পোশাক কারখানার মালিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কারখানার স্টাফদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ছয়জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই গার্মেন্টস মালিক। উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় অবস্থিত বায়োটেক্স ফ্যাশন গার্মেন্টসের মালিক মোহাম্মদ হানিফকে হত্যার হুমকি দেন কারখানার স্টাফরা। ওই তৈরি পোশাক কারখানার মালিক মোহাম্মদ হানিফ জানান, তার পোশাক কারখানায় কাজ করে আসছিলেন ৮৫ জন শ্রমিক। বিভিন্ন কারখানা থেকে তিনি সাব কনট্রাক্টে কাজ এনে শ্রমিকদের দিয়ে উৎপাদন করে আসছিলেন। পরে বিভিন্ন সমস্যার কারণে কারখানার কিছু স্টাফদের এপ্রিল মাসের অর্ধেক বেতন পরিশোধ করতে পারছিলেন না তিনি। এসময় ওই স্টাফরা ১ এপ্রিল অর্ধেক মাসের বেতনের জন্য তার সাভারের গেন্ডায় ভাড়া বাসায় গিয়ে তাকে না পেয়ে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে গিয়ে বাড়ি ঘরে হামলার চেষ্টা করে ও তাকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে বলে হুমকি ধামকি দেন। পরে তিনি রাতে কারখানার স্টাফ আউয়ালকে প্রধান আসামি করে ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে সকালে ওই কারখানার মালিক কারখানায় গিয়ে দেখতে পান কিছু শ্রমিক কারখানাটিতে তাকে না জানিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। এঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারখানাটি চালু করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কারখানার শ্রমিকরা জানান, তারা কয়েকজন শ্রমিক এপ্রিল মাসের বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। ঘর ভাড়া ও দোকান বাকির টাকা পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালার কাছে লাঞ্ছিত হয়েছেন। এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এখলাছুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :