সংবাদ রিপোর্ট : সাভারে গরুচোর সন্দেহ নারীসহ চারজনকে পিটিয়ে গুরুতর জখম করেছে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ৫ জানুয়ারি শনিবার দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত দুই পুরুষ কৌশলে পালিয়ে গেছেন বলে দাবি এলাকাবাসীর। আহত দুই নারী হলেন নাজমা (২৭) ও পারভিন (৩০)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এ ছাড়া পলাতক দুই ব্যক্তির নাম-ঠিকানা পাওয়া যায়নি। তারা কৌশলে পালিয়ে গেছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি ওই এলাকার হাবিবুল্লাহ নামের এক কৃষকের গরুর পাশে কয়েকজন ব্যক্তি ঘোরাফেরা করছিলেন। এ সময় তাদের গরুচোর আখ্যা দিয়ে চিৎকার শুরু করেন এক ব্যক্তি। পরিস্থিতি বেগতিক দেখে অটোরিকশা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কথিত চোরের দল। পরে এলাকাবাসী একত্র হয়ে দুই নারীসহ চারজনকে গণপিটুনি দিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পুরুষ দুই ব্যক্তি কৌশলে হাসপাতাল থেকে পালিয় যান। বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির বলেন, দত্তপাড়া এলাকায় গরুচোরের উপদ্রব বেড়ে গেছে। যাদের এলাকাবাসী একত্র হয়ে মারধর করেছে, তারা মূলত ‘গরুচোর’। সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, আহতরা ‘গরুচোর’ কি না, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া অন্য দুজনের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
Leave a Reply