সংবাদ রিপোর্ট: সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজা মন্ডব পরিদর্শন ও আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি নেতারা। ১১ অক্টোবর শুক্রবার সন্ধায় সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ জামাল উদ্দিন সরকার।
১১ অক্টোবর শুক্রবার সন্ধায় ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন এর সার্বিক ত্বত্ত্বাবাধনে ইউনিয়নের ২১ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজা কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের জনসাধারণের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ বিষয়ে শাওন সরকার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমারা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছি, নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি মন্দিরে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে বলেও জানান তিনি। এসময় পানপাড়া সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি ননি গোপাল রাজবংশি সাংবাদিকদের বলেন, আমরা শান্তি পূর্ণ ভাবে পূজা উদযাপন করছি নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।এসময় আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
Leave a Reply