সংবাদ রিপোর্ট: সাভারের ১১টি ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। বিরুলিয়া ইউনিয়নের ২৪ নং কাকাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫০ টি ভোট নৌকার প্রার্থী দলবল নিয়ে সিল মারার কারনে বাতিল করেছেন নির্বাহী ম্যাজিষ্টেট। বনগাঁও ইউনিয়নের ৬ এবং ৭ নম্বর ওয়ার্ডের একাধিক কেন্দ্রে কারচুপির অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন। আশুলিয়ার একাধিক ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির প্রার্থী। আমিনবাজারের বেশ কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ উঠেছে। শিমুলিয়া ইউনিয়নের গাজিবাড়ি এবং নাল্লাপোল্লা কেন্দ্রে অনিয়মের অভিযোগ উঠেছে। তবে সবকিছুর পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। পুলিশ-র্যাব-বিজিবি রয়েছে টহলে। কাজ করছে স্ট্রাইকিং ফোর্স। পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম, কুরগাওসহ কয়েকটি কেন্দ্রে নৌকায় ব্যাপক জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মির্জা গোলাম হাফিজ কলেজে জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন একজন। পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম, কুরগাওসহ কয়েকটি কেন্দ্রে নৌকায় ব্যাপক জাল ভোট দেওয়ার অভিযোগ । আশুলিয়ার কাঠগড়া এলাকা আতঙ্কে ভোটারশূন্য।
Leave a Reply